কামাল আহমেদের নতুন এ্যালবাম ‘নীল সমুদ্র’ | দৈনিক জনকণ্ঠ

কণ্ঠশিল্পী কামাল আমমেদের ১৭তম অডিও এ্যালবাম ‘নীল সমুদ্র’ ও মিউজিক ভিডিও ‘ভালবাসি ভালবাসি’ প্রকাশ হয়েছে। গত ১ জানুয়ারি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে এ্যালবাম এবং মিউজিক ভিডিও প্রকাশ হয়।

‘নীল সমুদ্র’ এ্যালবামে ১৪টি গান রয়েছে। গান গুলো হলো- ‘আমার চোখে নীল সমুদ্র’, সহশিল্পী- সামিনা চৌধুরী, গীতিকার- মুনশী ওয়াদুদ, সুরকার- বিশ্বজিৎ সরকার, ‘রঙিন সন্ধ্যাগুলো’, সহশিল্পী- রুমানা ইসলাম, গীতিকার-জাহাঙ্গীর রানা, সুরকার- আনিসুর রহমান তনু, ‘এই রাত এই জোছনায়’, সহশিল্পী- এলিটা করিম, গীতিকার- সুমনা হক, সুরকার- আনিসুর রহমান তনু, ‘দুটি মন কাছে আসে’, সহশিল্পী- প্রিয়াঙ্কা বিশ্বাস, গীতিকার- ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার- নকিব খান, ‘অভিমান ভরা এই ভালবাসা’ সহশিল্পী-মৌটুসী পার্থ, গীতিকার- মুনশী ওয়াদুদ, সুরকার- ফরিদ আহমেদ, ‘যদি পাশে না থাকো’, সহশিল্পী- হৈমন্তী রক্ষিত দাশ, গীতিকার- ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার- ফুয়াদ নাসের, ‘এখনও সেই কৃষ্ণচূড়ার ডাল’, সহশিল্পী-চম্পা বণিক, গীতিকার- ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার-ফরিদ আহমেদ, ‘হয়তো কোথাও ফুটেছে হাসনাহেনা’, সহশিল্পী- ইয়াসমীন মুশতারী, গীতিকার- নজরুল ইসলাম বাবু, সুরকার- আনিসুর রহমান তনু, ‘কোন নিঝুম রাতে’, সহশিল্পী- আফসানা রুনা, গীতিকার- ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার- ইবনে রাজন, ‘তুমি পাশে আছো বলে’, সহশিল্পী- তানজিনা করিম স্মরলিপি, গীতিকার-শাফাৎ খৈয়াম, সুরকার- অশোক পাল, ‘তুমি যখন পাশে থাকো’, সহশিল্পী- সুমনা বর্ধন, গীতিকার- শাফাৎ খৈয়াম, সুরকার- শেখ সাদী খান, ‘আমার ভালবাসার স্বপ্ন যেন’, সহশিল্পী-অনুপমা মুক্তি, গীতিকার-অচিন্ত্য কুমার ভৌমিক, সুরকার-বিশ্বজিৎ সরকার, ‘ভালবাসি বলেছ তুমি’, সহশিল্পী- প্রিয়াঙ্কা বিশ্বাস, গীতিকার- মুনশী ওয়াদুদ, সুরকার- ফুয়াদ নাসের, ‘চুপি চুপি কাছে এসো’, সহশিল্পী- রুখসানা মুমতাজ, গীতিকার- আলাউদ্দিন আহমেদ, সুরকার- উজ্জ্বল সিনহা।

এই এ্যালবামের টাইটেল সং ‘আমার চোখে নীল সমুদ্র’ সামিনা চৌধুরীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া গানটি নিয়ে নির্মাণ করা হয়েছে ‘ভালবাসি ভালবাসি’ মিউজিক ভিডিও। ভিডিওর চিত্রগ্রহণ এবং পরিচালনা জামিউর রহমান লেমন।

এর আগে কামাল আহমেদের আরও ১৬টি অডিও এ্যালবাম রিলিজ হয়েছে। সৃষ্টির স্বীকৃতিস্বরূপ তাঁর সফলতার পালকে যুক্ত হয়েছে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত- ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে- সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।

Song: Neel Shomudro | Kamal Ahmed feat. Co-Artists | Audio Jukebox | Romantic Duet | Music Of Bengal

প্রকাশিত হয়েছে: ০৬ জানুয়ারি, ২০২০

সূত্র: দৈনিক জনকণ্ঠ

Scroll to Top