“মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর ২৬তম রবীন্দ্রসঙ্গীতের অডিও এ্যালবাম “তুমি সন্ধ্যার মেঘমালা” প্রকাশিত হলো। এই এ্যালবামটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাচ্ছে।
এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে বলে জানিয়েছেন কামাল আহমেদ। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স”। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই এ্যালবামটি।
প্রকাশিত হয়েছে: ০১ ফেব্রুয়ারী, ২০২৩
সূত্র: দৈনিক সংবাদ