ডিএমএসএইচএএ-র কমিটিতে কামাল আহমেদ | যুগান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে একই হলের সাবেক ছাত্র সংগীতশিল্পী কামাল আহমেদকে। সম্প্রতি রাজধানীর ঢাকা ক্লাবে নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কামাল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ছাত্র সংসদের নাট্য ও সামাজিক অনুষ্ঠান সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান) পদে কর্মরত রয়েছেন। এদিকে নিয়মিত গানও চর্চা করেন তিনি। তার কণ্ঠের ৩০টি গানের অ্যালবাম প্রকাশ হয়েছে।

প্রকাশিত হয়েছে: ৩১ মে, ২০২৪

সূত্র: যুগান্তর

Scroll to Top