শাহিদা ইসলামঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এর শতবর্ষের ঐতিহ্যবাহী আবাসিক হল ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল এর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে শহীদুল্লাহ্ হলের প্রাক্তন ছাত্র সঙ্গীতশিল্পী কামাল আহমেদকে। কামাল আহমেদ বর্তমানে বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান) পদে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য জনাব কামাল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ছাত্র সংসদের নাট্য ও সামাজিক অনুষ্ঠান সম্পাদক ছিলেন।
গত ২৭-০৫-২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭টায় ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জনাব বাহাদুর ব্যাপারী এবং সাধারণ সম্পাদক হিসেবে ড. মো: শহীদুল ইসলাম কে নির্বাচিত করা হয়।
সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। সরকারি চাকুরীকে ছাপিয়ে তিনি সঙ্গীতে হয়েছেন ঋদ্ধ। সঙ্গীতের সব শাখাতেই তার বিচরণ রয়েছে।
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ৩০টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।
এ্যালবামগুলো হলো :
০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) (২০০৭)
০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) (২০০৮ )
০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯)
০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) (২০১০)
০৫. নিঃশব্দ চরনে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) (২০১১)
০৬. গোধূলি ( হারানো দিনের গান) A Tribute to Kishore Kumar (২০১২)
০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) (২০১৩)
০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০১৪)
০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) (২০১৫)
১০. অধরা (আধুনিক গান) (২০১৬)
১১. গানের তরী ( তিন কবির গান) (২০১৬)
১২. বালুকা বেলায় A Tribute to Hemanto Mukherjee (২০১৬)
১৩. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬)
১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬)
১৫. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান) (২০১৯)
১৬. নীল সমুদ্র (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২০)
১৭. মহাকাব্যের কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) ভারত (২০১৬), বাংলাদেশ (২০২০)
১৮. মহাকবি (বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি) (২০২০)
১৯. প্রথম প্রেম (রবীন্দ্রসঙ্গীত) (২০২১)
২০. তোমার অসীমে (রবীন্দ্রসঙ্গীত) (২০২১)
২১. রাজনীতির কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) (২০২১)
২২. স্মৃতির শহরে (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২২)
২৩. তোমায় গান শোনাব (রবীন্দ্রসঙ্গীত) (২০২২)
২৪. শ্রাবণঘনগহন মোহে (রবীন্দ্রসঙ্গীত) (২০২২)
২৫. জন্মভ‚মি (দেশাত্মবোধক গান) (২০২২)
২৬. তুমি সন্ধ্যার মেঘমালা (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩)
২৭. দেশের মাটি (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩)
২৮. বিশ্বভরা প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩)
২৯. স্বরলিপি (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২৪)
৩০. স্বর্ণালী গোধূলি (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২৪) ।
প্রামাণ্যচিত্র : শিল্পী কামাল আহমেদ পরিচালিত ২ (দুই)টি প্রামাণ্যচিত্র হলো :
০১. “জাতির পিতা বঙ্গবন্ধু” (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক প্রামাণ্য চিত্র)
০২. “ধ্বনির অগ্রপথিক” (বাংলাদেশ বেতারের প্রামাণ্যচিত্র)
এছাড়াও শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন:
০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)
০২. বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড (২০১৫)
০৩. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ^বিদ্যালয়, ভারত (২০১৭)
০৪. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)
০৫. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)
০৬. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)
০৭. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)
০৮. আকাশ মিডিয়া ভুবন সম্মাননা (২০২২)
০৯. “বঙ্গবন্ধু সম্মাননা” (২০২৩)
১০. “ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড (২০২৩)
১১. “দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড” (২০২৩) (ঢাকা বিশ্ববিদ্যালয়)
প্রকাশিত হয়েছে: ২৮ মে, ২০২৪
সূত্র: রেড টাইমস