‘মিউজিক অব বেঙ্গল’-এর ব্যানারে শিল্পী কামাল আহমেদের ২৯তম অডিও অ্যালবাম ‘স্বরলিপি’ প্রকাশিত হয়েছে। ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও অডিও সিডি আকারে হার্ড কপিও প্রকাশ করা হয়েছে। অ্যালবামটিতে রয়েছে ১৫টি দ্বৈত গান।
এর মধ্যে কামাল আহমেদের সঙ্গে সানিয়া সুলতানা লিজা গেয়েছেন সর্বািধক ছয়টি, জানিতা আহমেদ ঝিলিক গেয়েছেন পাঁচটি, সাজিয়া সুলতানা পুতুল গেয়েছেন দুটি, রন্টি দাশ গেয়েছেন একটি ও অবন্তী সিঁথি গেয়েছেন একটি গান।
প্রকাশিত হয়েছে: ০১ জানুয়ারি, ২০২৪
সূত্র: দৈনিক কালের কণ্ঠ