বিশ্ব ভালোবাসা দিবস ২০২৪ উপলক্ষে ‘মিউজিক অব বেঙ্গল’-এর নিবেদন শিল্পী কামাল আহমেদের ৩০তম অডিও অ্যালবাম ‘স্বর্ণালী গোধূলি’ প্রকাশ পাচ্ছে আজ। ‘মিউজিক অব বেঙ্গল’-এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সঙ্গে এই অডিও অ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে।
এই অ্যালবামটি ‘মিউজিক অব বেঙ্গল’ ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজারসহ আরও অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। অ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলো হতে যে কোনো শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে ‘গান বাক্স মিউজিক’।
‘স্বর্ণালী গোধূলি’ অ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীদের ১২টি গান রয়েছে। সহশিল্পীদের মধ্যে আছেন- নাজু আখন্দ, তাসমিনা অরিন, নাসরিন আক্তার বিউটি, মৌসুমী আক্তার শ্রাবণী, তাসমিনা অরিন।
প্রকাশিত হয়েছে: ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
সূত্র: দৈনিক সংবাদ