সংগীতে বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন পদক ২০১৫ লাভ করেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কামাল আহমেদ। রেলমন্ত্রী মুজিবুল হক শিল্পীকে এই পদক তুলে দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন গত ১৭ মার্চ ঢাকার শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার কক্ষে আলোচনা সভা, গ্রন্থের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি রেলমন্ত্রী জনাব মুজিবুল হকেরহাত থেকে তিনি এই প্রদক গ্রহণ করেণ।
কামাল আহমেদ পেশাগত জীবনে বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের পরিচালক ও নবম বিসিএিস ফোরামের মহাসচিব। এ পর্যন্ত কামাল আহমেদের ১২টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। সুরেরধারা ও চ্যানেল আইয়ের উদ্যোগে রবীন্দ্রনাথের সমগ্র গান নিয়ে প্রকাশিত শ্রুতি গীতবিতান পরিষদের মূল কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কণ্ঠশিল্পী হিসেবে শ্রুতি গীতবিতানে দশটি গানও গেয়েছেন। ইতোপূর্বে সঙ্গীতে অবদানের জন্য তিনি ২০১০ সালে সার্ক কালচারাল এ্যাওয়ার্ড লাভ করেন।
প্রকাশিত হয়েছে: ১ এপ্রিল, ২০১৬
সূত্র: দৈনিক সংবাদ