ভাবনা গুলো শুকতারা লিরিক্স
ভাবনা গুলো শুকতারা
যতো ভাবি তোমাকে
মিষ্টি প্রেমের আবেস এসে
থাকনা ছুয়ে আমাকে
তোমায় কতো ভালোবাসি
তুমি কি তা জানো না
অনুভবে আছো তুমি
হয়ে আমার ঠিকানা
জলরঙের ছবি তুমি
আমার মনের ক্যানভাসে
মেঘের মতো ভেসে যাও
নীল ছড়ানো আকাশে
ভালোবাসার জলে তুমি
আমার মনের সীমানা
হৃদয় ছুয়ে আছো তুমি
আমার সুখে আর দুখে
স্বপ্ন হয়ে ভাসো তুমি
ঘুমের মাঝে এই চোখে
ভালোবাসার নদী তুমি
আমার সুখের মোহনা
Bhabna Gulo Shuktara by Kamal Ahmed & Abanti Sithi
Details Of Bhabna Gulo Shuktara
Song : Bhabna Gulo Shuktara | ভাবনা গুলো শুকতারা
Lyricist : Farida Farhana
Tune & Music : Sabbir Zaman
Artist : Kamal Ahmed & Abanti Sithi
Genre : Romantic Duet Love Song
Label : Music Of Bengal