হ্যাপি নিউ ইয়ার ২০২৬ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর
৩৩তম অডিও এ্যালবাম “প্রেমকাব্য” প্রকাশিত হবে। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হবে। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে।
এই এ্যালবামটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স”। শিল্পী কামাল আহমেদের প্রেমকাব্য এ্যালবামটি আধুনিক পর্যায়ের ১২টি গান নিয়ে সাজানো হয়েছে।
এ্যালবামের গানগুলো হলো-
১. যাকে স্বপ্নে দেখি কতো কাব্য লিখি, গীতিকার: অচিন্ত্যকুমার ভৌমিক, সুরকার : ইবনে রাজন
২. তার চোখে চোখ পড়লে মিষ্টি হাসে, গীতিকার: অচিন্ত্যকুমার ভৌমিক, সুরকার : পান্না দাস
৩. মেঘ রঙা শাড়ীতে তোমাকে মানায় ভালো, গীতিকার: মোঃ রফিকুল ইসলাম ইরফান, সুরকার: উজ্জ্বল সিনহা
৪. আমি যদি সূর্য হতাম, গীতিকার: প্রসেনজিৎ ওঝা, সুরকার : আলী আকবর রুপু
৫. গল্প হোক তোমায় নিয়ে, গীতিকার: মুন্সী ওয়াদুদ, সুরকার : ইবনে রাজন
৬. তোমার ঘরে ফিরবো আমি, গীতিকার: মোহাম্মদ শাহাদাৎ হোসেন শাওন, সুরকার : শান সায়েক
৭. আবার হয়তো আসবো তোমার আঙিনায়, গীতিকার: আবিদা রহমান, সুরকার: আনিসুর রহমান তনু
৮. আমি সাগর তুমি নীলাকাশ, গীতিকার: জাহাঙ্গীর আলম তালুকদার, সুরকার: অসিত বিশ্বাস
৯. এখন অনেক রাত কখন ডুবেছে চাঁদ, গীতিকার: আব্দুল হাই আল হাদী, সুরকার: পান্না দাস
১০. সাগর যেখানে শেষ তুমি সেখানে, গীতিকার: ওসমান শওকত, সুরকার: মোঃ শাহ নেওয়াজ
১১. মনে পড়ে তোমাকে নেই তুমি কাছে যে, গীতিকার: পলাশ রহমান, সুরকার: পলাশ রহমান
১২. শ্রাবণ রাতে তোমার কথা, গীতিকার: শাফাত খৈয়াম, সুরকার: সাদেক আলী গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন।
বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেইএকে একে তার ৩৩টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন।
সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৬
Source: unitednews24.com