
বাংলা নববর্ষ উপলক্ষে শিল্পী কামাল আহমেদ’র মিউজিক ভিডিও ‘সুনীল সাগরে শ্যামল কিনারে’ প্রকাশিত হয়েছে। ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল এলবামটি প্রকাশিত হয়েছে।
মিউজিক অফ বেঙ্গল- এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হলো। এই মিউজিক ভিডিওর গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রেম পর্যায়ের গান। চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন তৈয়েব রহমান, সম্পাদনা করেছেন ইকরামুল হক ইহান এবং মডেলিং করেছেন ফারজানা মিম।
এই মিউজিক ভিডিওটির অডিও “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে।
গানটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”। ডিজিটাল সাপোর্টার হিসেবে কাজ করেছে ‘ভার্সডসফট লিমিটেড’।
“সুনীল সাগরে শ্যামল কিনারে” মিউজিক ভিডিওর গানটি নেওয়া হয়েছে কামাল আহমেদ অডিও এ্যালবাম “তোমায় গান শোনাব” হতে। শিল্পী কামাল আহমেদের গাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১০ টি প্রেমের গান নিয়ে সাজানো এই এ্যালবামটি।
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ৩১টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।
শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন।
গণযোগকে তিনি বলেন, সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।
Song: Shunilo Shagore Shyamolo Kinare – Rabindra Sangeet by Kamal Ahmed | Tagore Song in 4K
Source: Gonojog24.com