সঙ্গীতানুরাগী কামাল আহমেদ | banginews.com

নিশাত শাহরিয়ার : সঙ্গীত জগতের একজন গুণী শিল্পী তিনি। বলতে গেলে সঙ্গীত নিয়ে সেই স্বপ্ন পূরণের সাধনায় প্রতিনিয়তই তার ব্যস্ততাময় জীবনযাপন। বলছি সঙ্গীতানুরাগী কামাল আহমেদের কথা। সঙ্গীত নিয়ে আলাদা একটা ভালো লাগার কারণে আজও গুটিগুটি পায়ে হেঁটে চলেছেন সেই পথে। তবে রবীন্দ্র সঙ্গীতের প্রতি আসক্তি জন্মালেও অন্যসব গানও তার কন্ঠে ফুটে উঠে অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে। বিশুদ্ধ গান সর্বদাই তাকে কাছে টানে, মনে ভালোলাগার জোয়ার আনে। আর সেই ভালোলাগা থেকেই রবীন্দ্র সঙ্গীতের ওপর একে একে ৮টি অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।

প্রকাশিত অ্যালবামগুলো হলো সাদা মেঘের ভেলা, নানা রঙের দিনগুলি, পথ চাওয়াতেই আনন্দ, ফাল্গুনের দিনে, গোধূলি, কান পেতে রই, বেঁধেছি আমার প্রাণ। আর সবশেষ প্রকাশিত অ্যালবামের নাম ‘ভরা থাক স্মৃতিসুধায়’। গানের প্রতি গভীর অনুরাগ শিল্পীর পেশা নির্বাচনেও দারুণ প্রভাব ফেলেছিল। শিক্ষা জীবনের শুরু থেকেই রেডিও নিয়ে একটা বিশেষ আগ্রহ ছিল তার মধ্যে। কখনোও বা পড়তে পড়তে আবার কখনোও পড়ার ফাঁকেই রেডিও শোনা। এভাবেই একটা সময় প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষে তার সেই কাঙ্খিত বাসনা পূরণ হয়ে উঠে, বাংলাদেশ বেতারে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যোগদানের মধ্য দিয়ে।

বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন তালিকাভুক্ত কণ্ঠশিল্পী তিনি। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের পাশাপাশি দেশের বাইরে আয়োজিত একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন রাষ্ট্র সফর করেন কামাল আহমেদ। ভালো গানের প্রচার ও প্রসারে একজন সক্রিয় কর্মী হিসেবে আজীবন কাজ করে যেতে চান সঙ্গীতানুরাগী কামাল আহমেদ।ছবি- কামাল আহমেদ।

Source: banginews.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top