কামাল আহমেদ । বাংলাদেশী রবীন্দ্র সংঙ্গীত শিল্পী | musicgoln.com

কামাল আহমেদ বাংলাদেশী রবীন্দ্র সংঙ্গীত শিল্পী ।তিনি বর্তমানে বাংলাদেশ বেতার এর পরিচালক (অনুষ্ঠান) হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

শৈশবকাল

কামাল আহমেদ জন্মগ্রহণ করেন ৯ ই সেপ্টেম্বর ১৯৬৫ সালে পাবনা জেলায়।তার পিতার নাম কিয়াম উদ্দিন বিশ্বাস মাতা আজিজা খাতুন। তিনি আহমেদ রেজওয়ান প্রতীক ও আহমেদ রেহনুমা প্রকৃতির পিতা।

পড়ালেখা

১৯৮২ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কামাল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় এ মৃত্তিকা বিজ্ঞান পড়ার সুযোগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ছায়ানটের সাথে যুক্ত হন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ মোড় আসে বিশেষত রবীন্দ্র সংঙ্গীত শিক্ষার ক্ষেত্রে। সেখানে তিনি ওয়াহিদুল হক, সানজিদা খাতুন, ইখতিয়ার ওমর, সিরাজুস সালেকিন প্রমুখ রবীন্দ্রসংগীত শিল্পীর সান্নিধ্য পান।

তিনি শাস্ত্রীয় সংগীতে ওস্তাদ ফুল মোহাম্মদের কাছ পাঠ গ্রহণ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে তিনি ডাকসু সাংস্কৃতিক দলের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ছিলেন। তিনি আশির দশকে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয রবীন্দ্রনাথ ঠাকুর এর গান পরিবেশন করতে ডাকসু এর সাংস্কৃতিক সদস্যদের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি শহীদুল্লাহ হল শাখার “সাংস্কৃতিক সম্পাদক” নির্বাচিত হয়েছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর শহীদুল্লাহ হল এর সাংস্কৃতিক সপ্তাহে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

পেশা

কামাল আহমেদ বর্তমানে বি.সি.এস-তথ্য বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সহ-সভাপতি-১। তিনি নবম বি.সি.এস ফোরামের সাবেক মহাসচিব ছিলেন(২০১৬-২০১৮ ও ২০১৮-২০২০)। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাবেক উপদেষ্টা (বরিশাল-২০০৮), সহ-সভাপতি (খুলনা : ২০০৫-২০০৬) এবং সম্পাদক মন্ডলীর সদস্য (খুলনা : ২০০৩-২০০৪) ছিলেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যারিয়ার শুরু করার সময় আহমেদ তথ্য ক্যাডারে প্রথম পছন্দ হিসাবে বেছে নিয়েছিলেন, যদিও তিনি প্রশাসনিক ক্যাডারে যোগ দিতে পারতেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ বেতার যোগদান করেন। এখনে তিনি বাংলাদেশ বেতারে ২৬ বছর এবং বাংলাদেশ টেলিভিশন তিন বছর ধরে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং গণযোগাযোগ, গণযোগাযোগ গবেষণা, নেটওয়ার্কিং এবং ইলেকট্রনিক গণমাধ্যমের জন্য প্রোগ্রাম বিকাশের পেশাগত প্রশিক্ষণ, তিনি বর্তমানে বাংলাদেশ বেতার এর পরিচালক(অনুষ্ঠান) হিসাবে কর্মরত আছেন।

কামাল আহমেদের রবীন্দ্রসংগীতের উপর অনেক এলবাম রয়েছে, এবং নিয়মিতভাবে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন এবং দেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলিতে এসব গান প্রাচার করা হয়।কামাল আহমেদ ভারত, শ্রীলঙ্কা এবং কানাডা রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেছেন।

তিনি ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র একক প্রোগ্রামে সংগীত পরিবেশন করেছেন এবং জাতীয় জাদুঘর সলো প্রোগ্রাম এবং রাজশাহী বেতার শিল্পী সংস্থার একক অনুষ্ঠান করেছেন। কামাল আহমেদ যেসব মিউজিক ভিডিও প্রকাশ করেছেন শিরোনাম: ভুলিতে পরিনা (রবীন্দ্রসংগীত), ভালবাসি সখী (রবীন্দ্রসংগীত) মেঘ রং (আধুনিক) । পেশাগত কারনে কামাল আহমেদ কানাডা, অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ভ্রমণ করেছেন।

পুরস্কার

  • সার্ক সংস্কৃতি সমিতি পুরস্কার
  • বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন পদক ২০১৫
  • অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি স্মারক সম্মাননা ২০১৭, মহারাজ রীরবিক্রম বিশ্ববিদ্যালয়, ভারত
  • বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পুরস্কার ২০১৭
  • ফোবানা পুরস্কার ২০১৭
  • রাজশাহী বেতার শিল্পী সংস্থা পুরস্কার ২০১৮
  • জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা ২০

ডকুমেন্টারি ফিল্ম

কামাল আহমেদ ধ্বনির অগ্রপথিক নামে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছেন, এটি বাংলাদেশ চলচ্চিত্র বেতারের হীরক জয়ন্তী উদযাপনের জন্য নির্মিত হয়েছিল। এই ডকুমেন্টারি চলচ্চিত্র চলচ্চিত্রটির পরিকল্পনা, ও পরিচালনা সবই কামাল আহমেদ নিজে করেছেন। এই ডকুমেন্টারিটিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধর সময় দেশ ও জনগণের জন্য বাংলাদেশ বেতার এর অবদানের কথা তুলে ধরা হয়েছে।

Source: musicgoln.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top