স্বীকৃতি পেল ‘ডিজিটাল আর্কাইভ অব কামাল আহমেদ’ | দৈনিক ইত্তেফাক

বাংলাদেশে প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল আর্কাইভাল স্ট্যান্ডার্ড’-এর মূল্যায়নে দেশসেরা ডিজিটাল আর্কাইভ হিসেবে স্বীকৃতি পেয়েছে সংগীতশিল্পী কামাল আহমেদের ‘ডিজিটাল আর্কাইভ অব কামাল আহমেদ’। ডিজিটাল আর্কাইভ অব কামাল আহমেদ-এর প্রতিটি উপাদান আন্তর্জাতিক মান নিশ্চিত করে। এ আর্কাইভে সংরক্ষিত হয়েছে সংগীতশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব কামাল আহমেদের পূর্ণাঙ্গ ক্যারিয়ারভিত্তিক ডেটা। এর মধ্যে রয়েছে- সংগঠিত নেভিগেশন মেন্যু, বিস্তৃত বায়োগ্রাফি, ৪০০+ গানের অডিও স্ট্রিমিং লিংক (জনপ্রিয় সকল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের লিংক), ভিডিও ক্যাটেগরি (আধুনিক গান, রবীন্দ্রসংগীত, দেশাত্মবোধক গান, লাইভ শো), ডিস্কোগ্রাফি ও সং ক্রেডিটস, লিরিকস আর্কাইভ, আর্টিকেল ও প্রেস কাভারেজ, ফটো গ্যালারি, অর্জন ও পুরস্কার, ক্যারিয়ার টাইমলাইন, নতুন রিলিজ, প্রোগ্রাম বুকিং কন্ট্যাক্ট সিসটেম ও সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। এ ছাড়া রয়েছে শর্তাবলী এবং গোপনীয়তা নীতি- যা আর্কাইভটির পেশাগত ও আইনি স্বচ্ছতাকে নিশ্চিত করেছে।

ডিজিটাল আর্কাইভের নির্মাতা প্রতিষ্ঠান ‘ভার্সডসফট লিঃ’ কর্তৃপক্ষ জানান, ডিজিটাল আর্কাইভ প্রজেক্ট নিয়ে আমাদের অনবদ্য কনসেপ্ট, গবেষণা, আর্কাইভের সকল এলিমেন্ট, কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) সহযোগিতা, আমাদের ভবিষ্যত পরিকল্পনা, কোম্পানির স্বকীয়তা এবং ক্রিয়েটিভিটির সমন্বয়ে আমাদের টেকনিক্যাল, রিসার্চ ও ডেভেলপমেন্ট টিম এই অ্যাডভান্স রিপোর্ট তৈরি করেছে। এটি শুধু কোম্পানির জন্য নয়, বরং বাংলাদেশের প্রযুক্তি, ডিজিটাল কনটেন্ট ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির জন্যও এক গৌরবময় অর্জন।

‘ইন্টারন্যাশনাল আর্কাইভাল স্ট্যান্ডার্ড’ অনুযায়ী দেশসেরা ডিজিটাল আর্কাইভের স্বীকৃতির রিপোর্ট দেখতে ভিজিট করুন ‘ডিজিটাল আর্কাইভ অব কামাল আহমেদ’ Digital Archive of Kamal Ahmed

প্রকাশ: ০৪ ডিসেম্বর, ২০২৫

Source: Ittefaq

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top