আমি যদি সূর্য হতাম লিরিক্স
আমি যদি সূর্য হতাম
তোমায় কিছু রোদ্র দিতাম।
আমি যদি চন্দ্র হতাম
তোমায় কিছু জোছনা দিতাম
সাগর হলে দিতাম কিছু ঢেউ।
বুঝতে তুমি আমি ছাড়া
তোমার নেই আর কেউ
বাতাস হলে খুলে দিতাম
তোমার খোঁপার চুল।
খোঁপা থেকে পড়তো ঝরে
হলুদ গাঁদা ফুল।
কপালেরই টিপে তোমার
দুলতো চাঁদের ঢেউ
আঁধার রাতে জোনাক হলে
হতাম ঘরের দীপ।
ভালোবাসার তরী বেয়ে
যেতাম নিঝুম দ্বীপ।
সাগরেরই জলে আবার
উঠতো চাঁদের ঢেউ
Details Of Ami Jodi Shurjo Hotam Song
Song : Ami Jodi Shurjo Hotam | আমি যদি সূর্য হতাম
Singer : Kamal Ahmed
Casting: Shamama Tahmid
Lyrics : Proshenjit Ojha
Tune & Music Direction : Ali Akbor Rupu
Videography : Yasin Bin Arian
Direction : Rubel Rahman
Genre : Eid Release 2023 (Love Song)
Label : Music Of Bengal