মনে পড়ে তোমাকে লিরিক্স
মনে পড়ে তোমাকে
নেই তুমি কাছে যে (২)
আজ তুমি বহুদূর
নেই তুমি তবু আছে
অলস দুপুর (২)
তোমারই সাথে হয় যে কথা
তোমাকে ভেবে ভেবে
আলো আধাঁওে কখন ও হারায়
না বলা কথা বুকে থাকে (২)
এখন আমার কাটেনা সময়
বড় এক একা লাগে
দেখা হয়েছিল তোমারই সাথে
কোন এক সন্ধ্যারাতে (২)
Details Of Mone Pore Tomake Song
Song : Mone Pore Tomake | মনে পড়ে তোমাকে
Singer : Kamal Ahmed
Casting: Shamama Tahmid
Lyrics , Tune & Music Direction : Palash Rahman
Videography : Yasin Bin Arian
Direction : Rubel Rahman
Genre : 4K Music Video 2023 (Sad Love Song)
Label : Music Of Bengal