আজি সাঁঝের যমুনায় গো লিরিক্স
আজি সাঁঝের যমুনায় গো 
তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো ॥ 
তারি সুদূর সারিগানে বিদায়স্মৃতি জাগায় প্রাণে 
সেই-যে দুটি উতল আঁখি উছল করুণায় গো ॥ 
আজ মনে মোর যে সুর বাজে কেউ তা শোনে না কি। 
একলা প্রাণের কথা নিয়ে একলা এ দিন যায় কি। 
যায় যাবে, সে ফিরে ফিরে লুকিয়ে তুলে নেয় নি কি রে 
আমার পরম বেদনখানি আপন বেদনায় গো ॥
Details Of Aji Shanjher Jamunay Go Song
Song : Aji Shanjher Jamunay Go | আজি সাঁঝের যমুনায় গো 
Singer : Kamal Ahmed 
Model : Farzana Mim 
Lyric & Tune : Rabindranath Thakur 
Music : Ibne Razon 
Videography & Direction : Zamiur Rahman Lemon 
Album : Prothom Prem 
Genre : HD Music Video 2022 (Rabindra Shangeet – Love Song) 
Label : Music Of Bengal





