কামাল আহমেদ এর ২৬তম অডিও এ্যালবাম ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ প্রকাশিত | shangeetangon.org

নতুন বছর ২০২৩ উপলক্ষে মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর ২৬তম রবীন্দ্রসঙ্গীতের অডিও এ্যালবাম ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ প্রকাশিত হলো। এই এ্যালবামটি মিউজিক অফ বেঙ্গল ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাচ্ছে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে গান বাক্স। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই এ্যালবামটি।

এ্যালবামের গানগুলো হলো-
০১. তুমি সন্ধ্যার মেঘমালা
০২. এই উদাসী হাওয়ার পথে পথে
০৩. মনে কি দ্বিধা রেখে গেলে চলে
০৪. আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
০৫. প্রভু আমার প্রিয় আমার
০৬. ওগো আমার চির অচেনা পরদেশী
০৭. আমি কী বলে করিব নিবেদন
০৮. আনমনা, আনমনা
০৯. আমার অভিমানের বদলে আজ
১০. আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।

শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।

Source: shangeetangon.org

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top