নতুন বছর ২০২৬ উপলক্ষ্যে ‘মিউজিক অফ বেঙ্গল’-এর ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে শিল্পী কামাল আহমেদের ৩৩তম অডিও অ্যালবাম ‘প্রেমকাব্য’। অ্যালবামটি ‘মিউজিক অফ বেঙ্গল’-এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স আকারে আপলোডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
ইউটিউবের পাশাপাশি একই সময়ে অ্যালবামটির অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হবে। এছাড়া ‘প্রেমকাব্য’ অ্যালবামটি ‘মিউজিক অফ বেঙ্গল’-এর পাশাপাশি অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন মিউজিক, বুমপ্লে, জিওসেভন ও ডীজারসহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে উন্মুক্ত থাকবে। এসব প্ল্যাটফরম থেকে যে কোনো শ্রোতা অ্যালবামটির গান শুনতে ও ডাউনলোড করতে পারবেন।
এ অ্যালবামের ডিজিটাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে ‘গান বাক্স’। শিল্পী কামাল আহমেদের ‘প্রেমকাব্য’ অ্যালবামটি আধুনিক ধারার ১২টি গান নিয়ে সাজানো হয়েছে। নতুন বছরের শুরুতে শ্রোতাদের জন্য এটি একটি বিশেষ সংগীত উপহার হিসেবে প্রকাশ পাচ্ছে বলে কামাল আহমেদে জানিয়েছেন।
প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৬
Source: bd-journal.com