সকরুণ বেণু বাজায়ে কে যায় লিরিক্স
সকরুণ বেণু বাজায়ে কে যায় বিদেশী নায়ে,
তাহারি রাগিণী লাগিল গায়ে॥
সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহবিধুর হিয়ার
অজানা বেদনা, সাগরবেলার অধীর বায়ে
বনের ছায়ে॥
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে।
ছবি মনে আনে আলোতে ও গীতে– যেন জনহীন নদীপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে অলস পায়ে
বনের ছায়ে॥
Details Of Sakaurn Benu Bajaye Song
Song : Shokoruno Benu Bajaye Ke Jaay 
Singer : Kamal Ahmed 
Lyric & Tune : Rabindranath Thakur 
Music : Ibne Razon 
Album : Prothom Prem 
Genre : Rabindra Shangeet 2021 (Love Song Of Rabindranath Thakur) 
Label : Music Of Bengal





