আবার আসিব ফিরে গান – কামাল আহমেদ

Song: Abar Ashibo Phire | আবার আসিব ফিরে | Kamal Ahmed | Poetry Song | Jibanananda Das | Music Of Bengal

আবার আসিব ফিরে লিরিক্স

আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল
শালিখের বেশে,
আবার আসিবো ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।

হয়তো ভোরের কাক হয়ে
হয়তো ভোরের কাক হয়ে,
এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব
আসিবো এ কাঁঠাল ছায়ায়।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।

হয়তো বা হাঁস হবো,
হাঁস হবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা
জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি ফিরে,
আবার আসিব আমি ফিরে
বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে।
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই
এ সবুজ করুণ ডাঙ্গায়।
আবার আসিব ফিরে,
ধানসিড়িটির তীরে এই বাংলায়।

হয়তো দেখিবে চেয়ে
সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
হয়তো দেখিবে,
হয়তো শুনিবে
এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে,
হয়তো শুনিবে।

হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক
উঠানের ঘাসে, ঘাসে,
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক
সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়।

রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে,
রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে
দেখিবে ধবল বক আসিতেছে নীড়ে।
আমারেই পাবে ইহাদের ভীড়ে
এ সবুজ করুণ ডাঙায়।

আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল
শালিখের বেশে,
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।

Details Of Abar Ashibo Phire Song

Details: Song : Abar Ashibo Phire | আবার আসিব ফিরে
Singer : Kamal Ahmed
Lyrics : Jibanananda Das
Tune : S M Selim Akhter
Music : Ibne Razon
Videography & Editing : Ekramul Haque Ehan
Direction : Kamal Ahmed
Album : Bonolota Sen
Genre : 4K Music Video (Poetry Song – Patriotic)
Label : Music Of Bengal

All Streaming Platform Of Kamal Ahmed

deezer icon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top