আমার এ পথ লিরিক্স
আমার এ পথ তোমার পথের থেকে
অনেক দূরে গেছে বেঁকে॥
আমার ফুলে আর কি কবে
তোমার মালা গাঁথা হবে,
তোমার বাঁশি দূরের হাওয়ায়
কেঁদে বাজে কারে ডেকে॥
শ্রান্তি লাগে পায়ে পায়ে
বসি পথের তরুছায়ে।
সাথিহারার গোপন ব্যথা
বলব যারে সেজন কোথা–
পথিকরা যায় আপন-মনে,
আমারে যায় পিছু রেখে॥
Details Of Amar Ea Poth – আমার এ পথ Song
Song : Amar Ea Poth
Singer : Kamal Ahmed
Model : Farzana Mim
Lyrics & Tune : Rabindranath Thakur
Videography & Direction : Zamiur Rahman Lemon
Album : Tomay Gaan Shonabo
Label : Music Of Bengal