O Amar Desher Mati – ‘ও আমার দেশের মাটি’ একটি রবীন্দ্রসঙ্গীত ও দেশাত্মবোধক গান। এই গানটি লিখা হয়েছিল বঙ্গভঙ্গ রোধ আন্দোলনের সমর্থনে। জনপ্রিয় এই রবীন্দ্রসঙ্গীতটি সবাইকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি।
ও আমার দেশের মাটি লিরিক্স
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা,
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা,
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তুমি মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন
কোমল মূর্তি মর্মে গাঁথা।
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা।
ওগো মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে,
ও মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে,
তোমার পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা,
সকল-বহা মাতার মাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
ও মা, অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা।
আমার জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
Details Of O Amar Desher Mati Song
Song : O Amar Desher Mati | ও আমার দেশের মাটি
Artist : Kamal Ahmed
Lyrics & Tune : Rabindranath Thakur
Music : Ibne Razon
Videography & Direction : Zamiur Rahman Lemon
Album : Desher Mati
Genre : Rabindra Shangeet 2023 (Patriotic Song Of Rabindranath Thakur)
Label : Music Of Bengal