কবি জীবনানন্দ দাশের মহাপ্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে শিল্পী কামাল আহমেদ’র ৩১তম অডিও এ্যালবাম কবিতার গান “বনলতা সেন” আজ ২২শে অক্টোবর ২০২৪ এর প্রথম প্রহর ১২:০১ মিনিটে প্রকাশিত হয়েছে। এই কবিতার গান এ্যালবামের ১০টি গানই কবি জীবনানন্দ দাশ’র ১০টি বিখ্যাত কবিতা সুরারোপ করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম কোন শিল্পী জীবনানন্দ দাশ’র কবিতাকে গানে রূপান্তর করে অডিও এ্যালবাম প্রকাশ করলেন।
উল্লেখ্য ১০টি কবিতার গানের হার্ট কপি, অডিও জুকবক্স “বনলতা সেন” এবং মিউজিক ভিডিও “আবার আসিব ফিরে” “মিউজিক অব বেঙ্গল” এর ব্যানারে প্রকাশিত হয়েছে। কবিতার গানগুলো হলো : হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, হায় চিল সোনালী ডানার চিল, আবার বছর কুড়ি পরে, আবার আসিব ফিরে, তোমরা যেখানে সাধ চলে যাও, কোথাও দেখিনি আহা, আমি যদি হতাম বনহংস, এই পৃথিবীতে এক স্থান আছে, কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে, সুরঞ্জনা ওইখানে যেয়ো নাকো তুমি।
সূত্র: দৈনিক ইত্তেফাক