কবি জীবনানন্দ দাশের মহাপ্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে শিল্পী কামাল আহমেদ নিজের ৩১ তম অডিও অ্যালবাম প্রকাশ করেন। যার নাম ‘বনলতা সেন’। গত ২২ অক্টোবর অ্যালবামটি প্রকাশ হয়। এই কবিতার গান অ্যালবামের ১০টি গানই কবি জীবনানন্দ দাশের ১০টি বিখ্যাত কবিতা সুরারোপ করা হয়েছে।
বাংলাদেশে এই প্রথম কোন শিল্পী জীবনানন্দ দাশ’র কবিতাকে গানে রূপান্তর করে অডিও এ্যালবাম প্রকাশ করলেন। ইতিপূর্বে কোন কোন শিল্পী ১টি করে গান বিচ্ছিন্নভাবে উপস্থাপন করেছেন। আজ সকালে এই এ্যালবামের বিখ্যাত কবিতার গান “আবার আসিব ফিরে’র মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
“আবার আসিব ফিরে” মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ ও সম্পাদন করেছেন ইকরামুল হক ইহান এবং পরিচালনায় শিল্পী কামাল আহমেদ। উল্লেখ্য ১০টি কবিতার গানের হার্ট কপি, অডিও জুকবক্স “বনলতা সেন” এবং মিউজিক ভিডিও “আবার আসিব ফিরে” “মিউজিক অব বেঙ্গল” এর ব্যানারে প্রকাশিত হয়েছে।
এই এ্যালবামের মোড়ক উন্মোচন এবং প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৪শে অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের বাংলা বিভাগে। এই মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করবে কলাসঙ্গম, রাজশাহী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোস্তফা তারিকুল ইসলাম, সভাপতি, কলাসঙ্গম, রাজশাহী এবং ডা. অসিত রায়, সাধারণ সম্পাদক, কলাসঙ্গম, রাজশাহী।
উক্ত অনুষ্ঠানে মুখবন্ধ বক্তৃতা প্রদান করবেন জনাব সফিকুন্নবী সামাদী, সঙ্গীত পরিবেশন করবেন: শিল্পী কামাল আহমেদ, সঙ্গীতালোচনায়: এস এম সেলিম আখতার, অসিত রায় এবং সমাপনী বক্তৃতা প্রদান করবেন ডা. মামুন হুসাইন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব মোস্তফা তারিকুল ইসলাম, সভাপতি, কলাসঙ্গম, রাজশাহী। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে।
এই এ্যালবামটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”। “বনলতা সেন” এ্যালবামে শিল্পী কামাল আহমেদের ১০ টি গান রয়েছে।
সূত্র: দৈনিক সংবাদ