কামাল ও ফারজানার নান্দনিক পরিবেশনা | যুগান্তর

ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকার আয়োজনে ৩০ জুন সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো রবিঠাকুরের বর্ষা এবং প্রেমের গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠান। এতে দশটি গান করেন সংগীতশিল্পী কামাল আহমেদ।

প্রতিটি গানের পর বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ নির্বাচিত দশটি কবিতার সমন্বিত যুগল পরিবেশনাও ছিল। কবিতা আবৃত্তি করেন ফারজানা করিম।

আয়োজনে কামাল আহমেদ পরিবেশন করেন ‘বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারই এ দ্বারে’, ‘নিশি না পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া’, ‘বহু যুগের ওপার হতে আষাঢ় এলো’, ‘আমার পরাণ যাহা চায় তুমি তাই গো’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল তুমি করেছ দান’, ‘আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান’, ‘এমন দিনে তারে বলা যায়’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরানসখা বন্ধু হে আমার’।

প্রকশিত হয়েছে: ০৩ জুলাই, ২০২৪

সূত্র: যুগান্তর

Scroll to Top