কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস আজ। দিনটি স্মরণে সংগীতশিল্পী কামাল আহমেদ কবির দশটি কবিতার ওপর সুরারোপ করে দশ গান দিয়ে একটি অ্যালবাম প্রকাশ করেছেন। অ্যালবামের নাম দিয়েছেন ‘বনলতা সেন’। এটি শিল্পীর ৩১তম অডিও অ্যালবাম। শিল্পী জানিয়েছেন, জীবনানন্দ দাশের কবিতাকে গানে রূপান্তর করে অডিও অ্যালবাম প্রকাশ বাংলাদেশে এটাই প্রথম। এর অডিও ভার্সন প্রকাশ হয়েছে মিউজিক অব বেঙ্গল নামে একটি ইউটিউব চ্যানেলে। পাশাপাশি কবির ‘আবার আসিব ফিরে’ কবিতার গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে। অ্যালবামটি ইউটিউব ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজারসহ আরও অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে শিল্পী জানিয়েছেন।
সূত্র: যুগান্তর