শিল্পী কামাল আহমেদ ও রন্টি দাস এর মিউজিক ভিডিও “দু’জনার গল্প” | unitednews24.com

ঈদ উল আযহা ২০২৫ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও রন্টি দাস এর মিউজিক ভিডিও “দু’জনার গল্প” প্রকাশিত হবে। ঈদ উল আযহার আগের দিন সন্ধ্যা ৭ টায় “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই মিউজিক ভিডিওর প্রকাশনা সম্পন্ন করা হবে।

এই মিউজিক ভিডিও গানটির কথা লিখেছেন- ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন- এস এম এ আউয়াল, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন জামিউর রহমান লেমন, সম্পাদনা করেছেন: ইকরামুল হক ইহান। এই মিউজিক ভিডিওটির অডওি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। গানটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”। ডিজিটাল সাপোর্টার হিসেবে কাজ করেছে ভারজডসফট লিমিটেড।

“দু’জনার গল্প” মিউজিক ভিডিওটি স্মৃতির শহরে এ্যালবামের একটি গান। “স্মৃতির শহরে”এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের ১৫ (পনের)টি গান রয়েছে। গানগুলো হলো :


“আমরা দুজন, স্বর্গের সুর নিয়ে দুটি হৃদয়ে” গীতিকার: মোঃ মঞ্জুরুল-উল-আলম চৌধুরী, সুরকার: জামিউর
রহমান লেমন এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী


“চলনা যাই ঘুরে আসি পাহাড়ের দেশে” গীতিকার: হেনা ইসলাম,সুরকার: বিশ্বজিৎ সরকার এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী,


“এই পৃথিবীতে কেন এসেছি” গীতিকার: ও সুরকার : মিল্টন খন্দকার এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী,


“ভালবাসা স্বর্গের এতো কাছে” গীতিকার: আয়েত হোসেন উজ্জল, সুরকার: আলী আফতাব লনি এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী


“বিপরীত মেরু থেকে দুটি চুপচাপ দুটি মন” গীতিকার :হেনা ইসলাম, সুরকার: রুম্মত হায়াত এবং অবন্তি সিঁথি

“ঝাউবনে বাতাসের শব্দ” গীতিকার: হেনা ইসলাম, সুরকার: ফরিদ আহমেদ এবং সহশিল্পী অবন্তি সিঁথি


এই মন হারানোর আকাশটা ঐ” গীতিকার: মুনশী ওয়াদুদ, সুরকার: মোঃ গোলাম সারোয়ার এবং সহশিল্পী ফাহমিদা নবী


“হয়তো কোন এক স্মৃতির শহরে” গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: নবীন কিশোর এবং সহশিল্পী নিশীতা বড়ুয়া


কোন মহাসাগরের ঢেউ ” গীতিকার: মুনশী ওয়াদুদ, সুরকার এবং সহশিল্পী হুমায়েরা বশির


“এই এখনই বলোনা যাই ” গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: এস এম এ আউয়াল এবং সহশিল্পী রন্টি দাশ

“হৃদয়ের মূলে রেখেছি যে তুলে” গীতিকার ও সুরকার : শেখ মিলন এবং সহশিল্পীচম্পা বণিক


“বিরহের ব্যথা সয়ে” গীতিকার:কাজী আবু জাফর সিদ্দিকী, সুরকার:মোঃ গোলাম সারোয়ার এবং সহশিল্পী ইয়াসমিন মুশতারী


“রাতের খামে পাঠিয়ে দিলাম” গীতিকার: প্রসেনজিৎ ওঝা, সুরকার: মোঃ নূরুল হক এবং সহশিল্পী রুখসানা মুমতাজ


“আজ কোন কথা নয়” গীতিকার: আবিদা রহমান, সুরকার: আনিসুর রহমান তনু এবং সহশিল্পী রুখসানা
মুমতাজ “


তোমার সাথে কথা বললেই” গীতিকার: বায়জীদ খুরশীদ রিয়াজ, সুরকার: ইবনে খালদুন রাজন এবং সহশিল্পী রুমানা ইসলাম।

সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতারের উপ-
মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। সরকারি চাকুরীকে ছাপিয়ে তিনি সঙ্গীতে হয়েছেন ঋদ্ধ। সঙ্গীতের সব
শাখাতেই তার বিচরণ রয়েছে।

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে
ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ৩২টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।
শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ
করেন।

সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা
জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী
জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক
সবার মনে ও মননে।

Source: unitednews24.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top