বঙ্গবন্ধুকে নিবেদিত কামাল আহমেদ ‘পিতা’ | দৈনিক সংবাদ

শোকাবহ আগস্ট উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর মিউজিক ভিডিও “পিতা” প্রকাশিত হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে নিবেদন করা হয়েছে এই মিউজিক ভিডিওটি।

গত ২৩ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ তারিখে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন শাফাৎ খৈয়াম, সুর ও সঙ্গীত, চিত্রগ্রহণ এবং ভিডিও নির্দেশনায় জামিউর রহমান লেমন।

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২০টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। এ্যালবামগুলো হলো :

০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) (২০০৭) ০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) (২০০৮) ০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯) ০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) (২০১০) ০৫. নিঃশব্দ চরনে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) (২০১১) ০৬. গোধূলি ( হারানো দিনের গান) (২০১২) ০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) (২০১৩) ০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০১৪) ০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) (২০১৫) ১০. অধরা ( আধুনিক গান) (২০১৬) ১১. গানের তরী ( তিন কবির গান) (২০১৬) ১২. বালুকা বেলায় (২০১৬) ১৩. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬)। ১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১৫. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান) (২০১৯) ১৬. নীল সমুদ্র (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২০) ১৭. মহাকাব্যের কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) (২০২০) ১৮. মহাকবি (বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি) (২০২০) ১৯. প্রথম প্রেম (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ২০. তোমার অসীমে (রবীন্দ্রসঙ্গীত) (২০২১)।

তন্মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে শিল্পী কামাল আহমেদ ০২ (দুই) টি একক এ্যালবাম (ক) “মহাকাব্যের কবি” এবং (খ) “মহাকবি” প্রকাশ করেছেন।

“মহাকাব্যের কবি” এ্যালবামে ফজলুল হক খানের কথায় শিল্পী কামাল আহমেদ এর গাওয়া ১২ (বারো)টি গান রয়েছে।
গানগুলো হলো :
০১. “পনেরই আগস্টের ভোরে গভীর শোকে” সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
০২. “পনেরই আগস্টের দুঃসহ বেদনায়” সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
০৩. “আমি কারবালা দেখিনি” সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।
০৪. “বেদনার নীল কালিতে লেখা” সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
০৫. “পঁচাত্তর মানে পাথর চাপা শোক ” সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
০৬. “তোমার রক্তে ভিজে গেছে পৃথিবীর বুক” সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
০৭. “বঙ্গবন্ধু তোমাকে হারিয়ে” সুর ও সঙ্গীত : বদরুল আলম বকুল।
০৮. “তোমার সমাধি দেখে মনে হয়” সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।
০৯. “ উনিশ শ বিশ সাল সতেরই মার্চ” সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।
১০. “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ” সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।
১১. “একাত্তরের রণাঙ্গন কাঁপানো” সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।
১২. “তুমি সাধারণ মানুষের রক্তে লেখা” সুর ও সঙ্গীত : মোঃ শাহ নেওয়াজ।

“মহাকবি” এ্যালবামে বঙ্গবন্ধুকে নিবেদিত শিল্পী কামাল আহমেদ এর গাওয়া ১০টি মৌলিক গান রয়েছে।
গানগুলো হলো :
০১. “এক মহান জাতির স্বাধীন জমিন ” কথা ও সুর: মুজাহিদুল হক লেনিন।
০২. “আকাশের মত বিশাল হৃদয় ” কথা : অসীম সাহা, সুর : ইবনে রাজন।
০৩. “শেখ মুজিবের জন্ম শতবর্ষ কথা : জীবন চৌধুরী, সুর : উজ্জল সিনহা।
০৪. “শেখ মুজিবের কাছে মোদের ঋণ” কথা : জীবন চৌধুরী, সুর : মাকসুদ জামিল মিন্টু।
০৫. “মহাকালের মহাকাব্য বাংলাদেশ” কথা : জাহাঙ্গীর রানা, সুর : আনিসুর রহমান তনু।
০৬. “পাখিরা ডাকলো নাম ধরে” কথা : কাজী রোজী, সুর : মোঃ নজরুল ইসলাম।
০৭. “সাগরের বিশালতায় হিমালয় সুউচ্চতায়” কথা : সৈয়দ জামান, সুর : ফুয়াদ নাসের।
০৮. “বাংলা নামের নৌকায় ছিল” কথা : ফেরদৌ হোসেন ভূঁইয়া, সুর : বাসুদেব ঘোষ।
০৯. “প্রতিদিন সূর্য ওঠে” কথা ও সুর : জামিউর রহমান লেমন।
১০. “বঙ্গবন্ধু তুমি এক চেতনা” কথা : শাফাৎ খৈয়াম, সুর : ফরিদ আহমেদ।

শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ৭ (সাত) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন:
০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)।
০২. বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড (২০১৫)।
০৩. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ^বিদ্যালয়, ভারত (২০১৭)।
০৪. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)।
০৫. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)।
০৬. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)।
০৭. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)।

প্রকাশিত হয়েছে: ২৭ আগস্ট ২০২১

সূত্র: দৈনিক সংবাদ

Scroll to Top