শিল্পী কামাল আহমেদের অ্যালবাম ‘মহাকাব্যের কবি’ | দৈনিক জনকণ্ঠ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে লেজারভিশনের ব্যানারে প্রকাশ হয়েছে কামাল আহমেদের অডিও অ্যালবাম ‘মহাকাব্যের কবি’। লেজারভিশনের ইউটিউব মিউজিক চ্যানেল, লেজারভিশন মিউজিক স্টেশনে অডিও জুকবক্স হিসেবে এই অডিও অ্যালবাম প্রকাশ হয়। ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়া একই সঙ্গে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে।

বঙ্গবন্ধুকে নিবেদিত ১২টি মৌলিক গান নিয়ে সাজানো এই অ্যালবামের গানগুলোর গীতিকার- ফজলুল হক খান। অ্যালবামের গানগুলো হলো- ‘পনেরই আগস্টের ভোরে গভীর শোকে’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘পনেরই আগস্টের দুঃষহ বেদনায়’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘আমি কারবালা দেখিনি’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ, ‘বেদনার নীল কালিতে লেখা’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘পঁচাত্তর মানে পাথর চাপা শোক’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘তোমার রক্তে ভিজে গেছে পৃথিবীর বুক’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘বঙ্গবন্ধু তোমাকে হারিয়ে’ সুর ও সঙ্গীত বদরুল আলম বকুল, ‘তোমার সমাধি দেখে মনে হয়’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ, ‘উনিশ শ’ বিশ সাল সতেরই মার্চ’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ, ‘একাত্তরের রণাঙ্গন কাঁপানো’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ, ‘তুমি সাধারণ মানুষের রক্তে লেখা’ সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ।

প্রকাশিত হয়েছে: ১৯ মার্চ ২০২০

সূত্র: দৈনিক জনকণ্ঠ

Scroll to Top