আজি ঝড়ের রাতে লিরিক্স
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার॥
আকাশ কাঁদে হতাশ-সম, নাই যে ঘুম নয়নে মম–
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্ নদীর পারে গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার॥
Details Of Ajji Jharer Rate Song
Song : Ajji Jharer Rate | আজি ঝড়ের রাতে
Singer : Kamal Ahmed
Lyric & Tune : Rabindranath Thakur
Music : Ibne Razon
Album : Srabonghonogahon Mohe
Genre : Rabindra Shangeet 2023 (Rainy Song Of Rabindranath Thakur)
Label : Music Of Bengal