আমার নিশীথরাতের বাদলধারা – কামাল আহমেদ

Song: আমার নিশীথরাতের বাদলধারা | Kamal Ahmed | Rabindra Sangeet | Tagore Love Song | Music Of Bengal

আমার নিশীথরাতের বাদলধারা লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত 

আমার নিশীথ রাতের বাদল ধারা
আমার নিশীথ রাতের বাদল ধারা,
এসো হে গোপনে,
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা,
আমার নিশীথ রাতেরও বাদল ধারা।

ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন,
ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন,
আমি চাই নে, আমি চাই নে
আমি চাই নে তপন, চাই নে তারা,
নিশীথ রাতের বাদলধারা,
আমার নিশীথ রাতের বাদল ধারা।

যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো,
আমার ঘুম নিয়ো গো হরণ করে
সবাই মগন ঘুমের ঘোরে,
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে,
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে,
দিয়ো গো, দিয়ো গো
আমার চোখের জলের দিয়ো সাড়া,
নিশীথরাতেরও বাদলধারা,
আমার-নিশীথ রাতের বাদল ধারা
আমার নিশীথরাতেরও বাদলধারা।

Details Of Amar Nishithorater Badolodhara

Song : Amar Nishithorater Badolodhara | আমার নিশীথরাতের বাদলধারা
Artist : Kamal Ahmed
Lyrics & Tune: Rabindranath Thakur
Music : Ibne Razon
Album : Prothom Prem
Genre : Rabindra Shangeet 2023 (Love Song Of Rabindranath Thakur)
Label : Music Of Bengal

All Streaming Platform Of Kamal Ahmed

deezer icon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top