ভুলিতে পারিনা তাকে লিরিক্স
ভুলিতে পারিনা তাকে যে আমার বেদনার গান (২)
মনের জানালা দিয়ে ক্ষণিকের দেখা শুধু
হারালে সেদিন তুমি
রেখে গেলে শেষ অভিমান
কাটেনা প্রহর যেন
দ্বিধা আর দ্বিধা কেন পথে পথে থমকে আছে (২)
শুধু ডাক শুনি তার বুঝি আমি সে যে কার
গান হয়ে আছে শুধু, নেই সে কাছে
বোঝেনা সময় কেন
আমার সময় যেন বয়ে যাওয়া নদীর মত (২)
তবু সে যে মিশে যায় মোহনায় এসে তাই
সয়ে যায় না পাওয়ার বেদনা যত
Listen Bhulite Parina Take on YouTube
Details Of Bhulite Parina take:
কথা- মুজাহিদুল হক লেনিন
সুর ও কম্পোজিশন-ইবনে রাজন
শিল্পী- কামাল আহমেদ
Label: Music Of Bengal