চুপি চুপি কাছে এসো লিরিক্স
চুপি চুপি কাছে এসো পাশে বসো
এখনি তুমি কিছু বলো না (২)
আকাশে উঠুক চাঁদ মায়াবী হোক রাত
তখনি কথার করো সূচনা
রাত জাগা পাখি হব দু’জনা
এখনি চাঁদ ঝরাবে আলোর বন্যা
আঁধার যাবে হারিয়ে
দাওনা বলে মনের যত বাসনা
হৃদয়ের সব রং ছড়িয়ে (২)
আঁকবো প্রেমের আলপনা
রাতজাগা পাখি হব দু’জনা
মায়াবী এই রাত শুধু দু’জনার
দাওনা দু’হাত বাড়িয়ে
মনের কথা ছাড়া কিছু বলোনা
বুকেতে নাও তুমি জড়িয়ে (২)
প্রেমের বাসর হোক রচনা
রাতজাগা পাখি হব দু’জনা
Details Of Chupi Chupi Kachhe Esho:
গান: চুপি চুপি কাছে এসো
শিল্পী: কামাল আহমেদ ও রুখসানা মুমতাজ
কথা : আলাউদ্দিন আহমেদ
সুর : উজ্জল সিনহা
অ্যালবাম: নীল সমুদ্র
লেবেল: মিউজিক অফ বেঙ্গল





