তুমি যখন পাশে থাকো | কামাল আহমেদ

Song: Tumi Jakhon Pashe Thako | Modern Bangla Song | Kamal Ahmed | Shumona Bardhan | Music Of Bengal

তুমি যখন পাশে থাকো লিরিক্স

তুমি যখন পাশে থাকো
কেন এতো ভাল লাগে,
দুচোখ জুড়ে কেন আমার
নতুন দিনের স্বপ্ন জাগে।
ভালোবাসার ছোঁয়া এমন
এক মুহুর্তে পালটে দেয় মন

এসো হাতে হাত রেখে
কিছুটা পথ হাঁটি
চেয়ে দেখো কিযে সুন্দর
প্রকৃতি এই মাটি (২)
তুমি আর দেশের মাটি
আমার কাছে সব’চেয়ে আপন

ভালোবাসার এই সময়
যদি শেষ না হতো
কত সুখে কত স্বপ্নে
জীবন কেটে যেতো (২)
জানি গো জানি গো সাথী
ধরে রাখা যায় না তো ক্ষণ

Details Of Tumi Jakhon Pashe Thako:

Details : Song : Tumi Jakhon Pashe Thako – তুমি যখন পাশে থাকো
Singer : Kamal Ahmed & Shumona Bardhan
Lyric : Shafat Khaiyam
Tune & Music Direction : Sheikh Sadi Khan
Album : Neel Shomudro
Genre : Audio Song 2021 (Romantic Duet Modern Song)
Label : Music Of Bengal

All Streaming Platform Of Kamal Ahmed

deezer icon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top