যদি পাশে না থাকো লিরিক্স
যদি পাশে না থাকো
বড় শূন্য মনে হয়
যদি কথা দিয়ে না আস
কাটে না কিছুতে সময় (২)
ধূপছায়া শাড়ি পরে
যখন দাঁড়াও কাছে
মনে হয় বুক জুড়ে
পারিজাত ফুটে আছে (২)
যখন ফিরে যাও
“মেনে নিতে পারে না হৃদয়” (২)
দুটি চোখে এতো মায়া
আবেশে ধরে রাখো
ঘুম নেই সারারাত
কেন তুমি পিছু ডাকো (২)
দৃষ্টি মেলে রাখি
স্মৃতির সঙ্গে শুধু কথা হয় (২)
Details Of Jodi Pashe Na Thako:
আধুনিক গান
গান: যদি পাশে না থাকো
কথাঃ ফেরদৌস হোসেন ভূঁইয়া
সুরঃ ফুয়াদ নাসের
শিল্পীঃ কামাল আহমেদ ও হৈমন্তি রক্ষিত দাস
অ্যালবাম: নীল সমুদ্র