জীবনমরণের সীমানা ছাড়ায়ে গানটি মিউজিক অফ বেঙ্গল কর্তৃক প্রকাশিত ও কামাল আহমেদের একক কণ্ঠে তোমার অসীমে অ্যালবাম থেকে গানটি নেওয়া হয়েছে। রবি ঠাকুরের পূজা পর্যায়ের গানসমূহ নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
জীবনমরণের সীমানা ছাড়ায়ে লিরিক্স
জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে ॥
এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে,
গভীর কী আশায় নিবিড় পুলকে
তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে ॥
নীরব নিশি তব চরণ নিছায়ে
আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে।
আজি এ কোন্ গান নিখিল প্লাবিয়া
তোমার বীণা হতে আসিল নাবিয়া!
ভুবন মিলে যায় সুরের রণনে,
গানের বেদনায় যাই যে হারায়ে ॥
Details Of Jibonomoroner Shimana Chharaye Song
Song : Jibonomoroner Shimana Chharaye | জীবনমরণের সীমানা ছাড়ায়ে
Singer : Kamal Ahmed
Lyrics & Tune : Rabindranath Thakur
Music : Ibne Razon
Album : Tomaro Oashime
Genre : Devotional Song
Label : Music Of Bengal
আরো পড়ুন: সে দিন আমায় বলেছিলে – কামাল আহমেদ