তুমি সন্ধ্যার মেঘমালা রবীন্দ্রসঙ্গীত অ্যালবামটি গত ৫ই আগষ্ট, ২০২৪ সোমবার সন্ধ্যা ৭টায় মিউজিক অফ বেঙ্গল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। কামাল আহমেদের একক কণ্ঠে এবং মিউজিক অফ বেঙ্গল এর পরিচালনায় প্রকাশিত হয় এই রবীন্দ্রসঙ্গীত অ্যালবামটি। রবিঠাকুরের জনপ্রিয় গানগুলো শুনতে পাবেন এই অ্যালবামটিতে।
তুমি সন্ধ্যার মেঘমালা অ্যালবামের গানসমূহ:
অ্যালবামটি সর্বমোট ১০টি গান নিয়ে সাজানো হয়েছে ।
01. তুমি সন্ধ্যার মেঘমালা
02. এই উদাসী হাওয়ার পথে পথে
03. মনে কী দ্বিধা রেখে গেলে চলে
04. আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
05. প্রভু আমার প্রিয় আমার
06. ওগো আমার চির অচেনা পরদেশী
07. আমি কী বলে করিব নিবেদন
08. আনমনা, আনমনা
09. আমার অভিমানের বদলে আজ
10. আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
Details Of Tumi Shandhyaro Meghomala Song
Album : Tumi Shandhyaro Meghomala
Singer : Kamal Ahmed
Lyrics : Rabindranath Thakur
Tune : Rabindranath Thakur
Label : Music Of Bengal