পথের শেষ কোথায় লিরিক্স
পথের শেষ কোথায়, শেষ কোথায়, কী আছে শেষে!
এত কামনা, এত সাধনা কোথায় মেশে।
ঢেউ ওঠে পড়ে কাঁদার, সম্মুখে ঘন আঁধার,
পার আছে গো পার আছে, পার আছে কোন্ দেশে।
আজ ভাবি মনে মনে, মরীচিকা-অন্বেষণে হায়
বুঝি তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সেই–
হাল-ভাঙা পাল-ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে ॥
Details Of Pother Shesh Kothay Song
Song: Pother Shesh Kothay | পথের শেষ কোথায়
Singer: Kamal Ahmed 
Lyrics & Tune: Rabindranath Thakur 
Music: Ibne Razon 
Videography & Direction : Zamiur Rahman Lemon 
Album : Tomaro Oashime 
Genre: HD Music Video 2022 (Rabindra Shangeet – Devotional Song) 
Label: Music Of Bengal





