তুমি একটু কেবল বসতে দিও | কামাল আহমেদ

Song: Tumi Eaktu Kebol Boshte Dio | Kamal Ahmed | Rabindra Shangeet

তুমি একটু কেবল বসতে দিও লিরিক্স

তুমি একটু কেবল বসতে দিও কাছে

আমায়  শুধু ক্ষণেক তরে।

আজি হাতে আমার যা কিছু কাজ আছে

আমি সাঙ্গ করব পরে।

না চাহিলে তোমার মুখপানে

হৃদয় আমার বিরাম নাহি জানে,

কাজের মাঝে ঘুরে বেড়াই যত

ফিরি কূলহারা সাগরে॥

বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে

এল আমার বাতায়নে।

অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে

 ফেরে কুঞ্জের প্রাঙ্গণে।

আজকে শুধু একান্তে আসীন

চোখে চোখে চেয়ে থাকার দিন,

আজকে জীবন-সমর্পণের গান

গাব  নীরব অবসরে॥

Details Of Tumi Eaktu Kebol Boshte Dio:

Song : Tumi Eaktu Kebol Boshte Dio Kachhe

Singer : Kamal Ahmed

Model : Farzana Mim

Lyric & Tune : Rabindranath Thakur

Music : Ibne Razon

Videography & Direction : Zamiur Rahman Lemon

Album : Prothom Prem

Genre : HD Music Video 2022 (Rabindra Shangeet – Love Song)

Label : Music Of Bengal

All Streaming Platform Of Kamal Ahmed

deezer icon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top