শারমিন লাকী-কামাল আহমেদের ‘আমার পরিচয়’ | দৈনিক ইত্তেফাক

কামাল আহমেদ ও শারমিন লাকী। ছবি: সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রকাশিত হলো শিল্পী কামাল আহমেদ ও আবৃত্তিকার শারমিন লাকীর একটি মিউজিক ভিডিও। ‘আমার পরিচয়’ শিরোনামের এই ভিডিওটি মিউজিক অফ বেঙ্গলের ব্যানারে বুধবার প্রকাশ হয়েছে।

কবিতার গানের এই মিউজিক ভিডিওটি মিউজিক অফ বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর কবিতার গানটির কথা লিখেছেন সৈয়দ শামসুল হক এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চিত্রগ্রহণ ও ভিডিও নির্দেশনায় ছিলেন জামিউর রহমান লেমন।

উল্লেখ্য, ‘আমার পরিচয়’ কবিতাটি সৈয়দ শামসুল হকের কালজয়ী সৃষ্টি। এই কবিতার মাধ্যমে কবি বাঙালি জাতির গৌরবময় ইতিহাস নান্দনিকভাবে উপস্থাপন করেছেন। তাই এই সৃষ্টির সঙ্গে সুর ও ভিডিওগ্রাফির সম্মিলন ঘটিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ বিশেষ সৃষ্টি মিউজিক অফ বেঙ্গলের। আলোকিত প্রজন্ম গড়তে এই সৃষ্টি অবদান রাখবে বলে প্রত্যাশা করছেন কামাল আহমেদ। দীর্ঘ ক্যারিয়ারে সংগীত সাধনায় নিজেকে জড়িয়ে রেখেছেন কামাল আহমেদ। সেই ভালোলাগা থেকেই এরইমধ্যে ২১টি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন বেশকিছু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

প্রকাশিত হয়েছে: ০৮ ডিসেম্বর, ২০২১

সূত্র: দৈনিক ইত্তেফাক

Scroll to Top