সংগীতশিল্পী কামাল আহমেদের ডিজিটাল আর্কাইভ | দৈনিক যুগান্তর

সংগীতশিল্পী কামাল আহমেদ, রবীন্দ্রসংগীত ও আধুনিক গান গাওয়ার পাশাপাশি বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) হিসাবে দায়িত্ব পালন করছেন। এবার এ শিল্পীর দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের সবকিছু একটি প্ল্যাটফর্মে যুক্ত হলো। এখন থেকে তার সব গান, অর্জন, অডিও, ভিডিও, স্থিরচিত্র, মিডিয়ার কার্যক্রম ‘ডিজিটাল আর্কাইভ অব কামাল আহমেদ’ প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে কামাল আহমেদ বলেন, ‘মিডিয়ায় আছি দীর্ঘ সময় ধরে। ধীরে ধীর নিজের অধ্যবসায়ের পাশাপাশি শ্রোতা ও গণমাধ্যমের ভালোবাসায় আজকের এ অবস্থানে আসতে পেরেছি। এ জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। যেহেতু আমি ক্যাডার সার্ভিসে আছি, সেহেতু ক্যারিয়ারের এক পর্যায়ে এসে মনে হলো আমার সব কিছু একটি প্ল্যাটফর্মে যুক্ত রাখা বেশ জরুরি। তাই এ ধরনের উদ্যোগ নিয়েছি।’

উল্লেখ্য, এ আর্কাইভ ডেভেলপমেন্ট করার পাশাপাশি প্রযুক্তিগত সব ধরনের সহায়তা দিচ্ছে সংগীতশিল্পী ফাহিম ফয়সালের সফটওয়্যার প্রতিষ্ঠান ‘ভার্সডসফট লিঃ’।

প্রকাশিত হয়েছে: ২৪ এপ্রিল, ২০২৪

সূত্র: দৈনিক যুগান্তর

Scroll to Top