দিবস রজনী লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত
দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি।
তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি॥
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই
কে আসিছে’ বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি॥
জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে
ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপনপাশে।
এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই–
যেন এ বাসনা ব্যাকুল আবেগে, তাহারে আনিবে ডাকি॥
Details Of Dibosho Rajoni Song
Song : Dibosho Rajoni | দিবস রজনী
Singer : Kamal Ahmed
Model : Tonny
Lyrics & Tune : Rabindranath Thakur
Videography : Imtiazul Haque
Direction : Aslam Shihir & Hiru Khan
Album : Tomay Gaan Shonabo
Genre : 4K Music Video (Rabindra Shangeet – Love)
Label : Music Of Bengal