কাল রাতের বেলা গান এলো লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত
কাল রাতের বেলা গান এলো মোর মনে,
তখন তুমি ছিলে না মোর সনে॥
যে কথাটি বলব তোমায় ব’লে, কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে, উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে–
তখন তুমি ছিলে না মোর সনে॥
ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি তোমায় যাব বলে
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ গেল পুরে,
সেই কথাটি লাগল না সেই সুরে, যতই প্রয়াস করি পরানপণে–
যখন তুমি আছ আমার সনে॥
Details Of Kaal Rater Bela Gaan Elo Song
Song : Kaal Rater Bela Gaan Elo | কাল রাতের বেলা গান এলো
Singer : Kamal Ahmed
Model : Shama Farjana
Lyrics & Tune : Rabindranath Thakur
Videography : Tayeb Rahman
Editing : Ekramul Haque Ehan
Album : Tomay Gaan Shonabo
Genre : Love | 4K Music Video 2025
Label : Music Of Bengal