গানের তরী অ্যালবাম ১৫ই আগষ্ট, ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মিউজিক অফ বেঙ্গল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
কামাল আহমেদের কণ্ঠে ‘গানের তরী’ এই নামে নতুন একটি অ্যালবাম প্রকাশিত করেছে মিউজিক অব বেঙ্গল৷ জনপ্রিয় ও সকলের পরিচিত তিন কবি (অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়) এর গানসমূহ নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
কামাল আহমেদের কণ্ঠে উপভোগ করুন ‘গানের তরী’ অ্যালবামের ১০টি বাংলা গান৷
কামাল আহমেদের কণ্ঠে নতুন অ্যালবাম গানের তরী
১. একা মোর গানের তরী
গীতিকার ও সুরকার : অতুলপ্রসাদ সেন
২.তুমি গাও তুমি গাও গো
গীতিকার ও সুরকার : অতুলপ্রসাদ সেন
৩. শ্রাবণ ঝুলাতে বাদল রাতে
গীতিকার ও সুরকার : অতুলপ্রসাদ সেন
৪. প্রেমে জল হয়ে যাও গলে
গীতিকার ও সুরকার : রজনীকান্ত সেন
৫. সে কেন দেখা দিল রে
গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায়
৬. আমরা এমনি এসে ভেসে যাই
গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায়
৭. এসো গো একা ঘরে
গীতিকার ও সুরকার : অতুলপ্রসাদ সেন
৮. আমার ঘুম ভাঙানো চাঁদ
গীতিকার ও সুরকার : অতুলপ্রসাদ সেন
৯. আমি সারা সকালটি বসে বসে
গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায়
১০. আমি অকৃতি অধম
গীতিকার ও সুরকার : রজনীকান্ত সেন
Details Of Ganer Toree Song
Album : Ganer Toree | গানের তরী
Singer : Kamal Ahmed
Label : Music Of Bengal