নিদ্রাহারা রাতের গান – রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম | কামাল আহমেদ

Song: Nidrahara Rater Gaan | নিদ্রাহারা রাতের গান | Kamal Ahmed | Rabindra Sangeet | Music Of Bengal

নিদ্রাহারা রাতের গান অ্যালবাম ০৫ সেপ্টেম্বর, ২০২৪ বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায় মিউজিক অফ বেঙ্গল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

কামাল আহমেদের কণ্ঠে ‘নিদ্রাহারা রাতের গান -Nidrahara Rater Gaan’ এই নামে নতুন একটি অ্যালবাম প্রকাশিত করেছে মিউজিক অব বেঙ্গল৷ রবি ঠাকুরের প্রিয় সব গানসমূহ নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। প্রতিটি মাসেই তিনি নতুন নতুন রবীন্দ্র সঙ্গীত অ্যালবাম নিয়ে হাজির হন দর্শক শ্রোতাদের জন্যে।

কামাল আহমেদের কণ্ঠে উপভোগ করুন ‘নিদ্রাহারা রাতের গান’ অ্যালবামের ১০টি বাংলা গান৷

কামাল আহমেদের কণ্ঠে নতুন অ্যালবাম নিদ্রাহারা রাতের গান

১. যদি জানতেম আমার কিসের ব্যথা

২. আমার মন মানেনা

৩. ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে

৪. নিদ্রাহারা রাতের এ গান

৫. ধরা দিয়েছি গো

৬. আমি কান পেতে রই

৭. সেদিন দু’জনে দুলেছিনু বনে

৮. মধুগন্ধে ভরা

৯. আমার প্রাণের মাঝে সুধা আছে

১০. দিয়ে গেনু বসন্তের এই গানখানি

Details Of Nidrahara Rater Gaan Album:

Album : Nidrahara Rater Gaan | নিদ্রাহারা রাতের গান

Singer : Kamal Ahmed

Lyrics : Rabindranath Thakur

Tune : Rabindranath Thakur

Label : Music Of Bengal

All Streaming Platform Of Kamal Ahmed

deezer icon

1 thought on “নিদ্রাহারা রাতের গান – রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম | কামাল আহমেদ”

  1. রাইসুল আজম মিন্টু

    কামাল আহমেদ একজন সৃষ্টিশীল,
    রুচিশীল ও সাদা মনের মানুষ। ওনার রুচিশীল শৈল্পিক সত্বায় আমরা গর্বিত। ওনার রুচিশীলতায় সৃষ্ট শৈল্পিক সত্বা আরো উপভোগ্য হবে তার জন্য অপেক্ষা করবো।

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top