সাদা মেঘের ভেলা অ্যালবাম ২৫ সেপ্টেম্বর, ২০২৪ বুধবার, সন্ধ্যা ৭টায় মিউজিক অফ বেঙ্গল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
কামাল আহমেদের কণ্ঠে ‘সাদা মেঘের ভেলা – Sada Megher Bhela’ এই নামে নতুন একটি অ্যালবাম প্রকাশিত করেছে মিউজিক অব বেঙ্গল৷ রবি ঠাকুরের গানসমূহ নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। প্রতিটি মাসেই তিনি নতুন নতুন রবীন্দ্র সঙ্গীত অ্যালবাম নিয়ে হাজির হন দর্শক শ্রোতাদের জন্যে। সম্প্রতি ৫ই সেপ্টেম্বর, তার কণ্ঠে প্রকাশিত হয়েছিল ‘নিদ্রাহারা রাতের গান‘ নামের আরো একটি রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম।
কামাল আহমেদের কণ্ঠে উপভোগ করুন ‘সাদা মেঘের ভেলা’ অ্যালবামের ১২ টি বাংলা গান৷
কামাল আহমেদের কণ্ঠে নতুন অ্যালবাম সাদা মেঘের ভেলা
১. অয়ি ভুবনমনোমোহিনী, মা
২. আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে
৩. আকাশভরা সূর্য-তারা
৪. আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
৫. আমি মারের সাগর পাড়ি দেব
৬. এই উদাসী হাওয়ার পথে পথে
৭. আজি বিজন ঘরে নিশীথরাতে
৮. বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
৯. ডেকো না আমারে ডেকো না
১০. প্রাণ চায় চক্ষু না চায়
১১. মনে কী দ্বিধা রেখে গেলে চলে
১২. ভালোবেসে যদি সুখ নাহি
Details Of Sada Megher Bhela Album:
Album : Sada Megher Bhela | সাদা মেঘের ভেলা
Singer : Kamal Ahmed
Lyrics : Rabindranath Thakur
Tune : Rabindranath Thakur
Music : Touhid Hasan Babu
Label : Music Of Bengal