এ কী মায়া লুকাও কায়া গানটি মিউজিক অফ বেঙ্গল কর্তৃক প্রকাশিত ও কামাল আহমেদের একক কণ্ঠে বিশ্বভরা প্রাণ অ্যালবাম থেকে গানটি নেওয়া হয়েছে।
এ কী মায়া লুকাও কায়া লিরিক্স
একি মায়া, লুকাও কায়া জীর্ণ শীতের সাজে।
আমার সয় না, সয় না, সয় না প্রাণে, কিছুতে সয় না যে॥
কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ
আপন ভুবন-মাঝে॥
বুঝতে নারি বনের বীণা তোমার প্রসাদ পাবে কিনা,
হিমের হাওয়ায় গগন-ভরা ব্যাকুল রোদন বাজে॥
কেন মরুর পারে কাটাও বেলা রসের কাণ্ডারী।
লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারী।
রিক্তপাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে–
শূন্য সভা, মৌন বাণী, আমরা মরি লাজে॥
Details Of Eki Maya Lukao Kaya:
Song : Ea Kee Maya Lukao Kaya
Singer : Kamal Ahmed
Lyrics & Tune: Rabindranath Thakur
Music: Ibne Razon
Editing : Ekramul Haque Ehan
Videography: Tayeb Rahman
Album: Biswabhora Pran
Genre: 4K Music Video 2023 (Winter Song Of Rabindranath Thakur)
Label: Music Of Bengal