সে দিন আমায় বলেছিলে গানটি মিউজিক অফ বেঙ্গল কর্তৃক প্রকাশিত ও কামাল আহমেদের একক কণ্ঠে বিশ্বভরা প্রাণ অ্যালবাম থেকে গানটি নেওয়া হয়েছে। রবি ঠাকুরের প্রকৃতি পর্যায়ের গানগুলো নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
সে দিন আমায় বলেছিলে লিরিক্স
সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই–
ফিরে ফিরে চলে গেলে তাই॥
তখনো খেলার বেলা– বনে মল্লিকার মেলা,
পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই॥
আজি এল হেমন্তের দিন
কুহেলীবিলীন, ভূষণবিহীন।
বেলা আর নাই বাকি, সময় হয়েছে নাকি–
দিনশেষে দ্বারে বসে পথপানে চাই।
Details Of Shedin Amay Bolechhile:
Song : Shedin Amay Bolechhile
Singer: Kamal Ahme
Lyrics & Tune : Rabindranath Thakur
Album : Biswabhora Pran
Label : Music Of Bengal
আরো পড়ুন: বেঁধেছি আমার প্রাণ – রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম | কামাল আহমেদ
Genre : Rabindra Shangeet 2023 (Late Autumn Song Of Rabindranath Thakur)