কবি জীবনানন্দ দাশ’র মহাপ্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে শিল্পী কামাল আহমেদ’র ৩১তম অডিও এ্যালবাম কবিতার গান “বনলতা সেন” আজ ২২শে অক্টোবর ২০২৪ এর প্রথম প্রহর ১২:০১ মিনিটে প্রকাশিত হয়েছে। এই কবিতার গান এ্যালবামের ১০টি গানই কবি জীবনানন্দ দাশ’র ১০টি বিখ্যাত কবিতা সুরারোপ করা হয়েছে।
বাংলাদেশে এই প্রথম কোন শিল্পী জীবনানন্দ দাশ’র কবিতাকে গানে রূপান্তর করে অডিও এ্যালবাম প্রকাশ করলেন। ইতিপূর্বে কোন কোন শিল্পী ১টি করে গান বিচ্ছিন্নভাবে উপস্থাপন করেছেন। আজ সকালে এই এ্যালবামের বিখ্যাত কবিতার গান “আবার আসিব ফিরে’র মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
“আবার আসিব ফিরে” মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ ও সম্পাদন করেছেন ইকরামুল হক ইহান এবং পরিচালনায় শিল্পী কামাল আহমেদ। উল্লেখ্য ১০টি কবিতার গানের হার্ট কপি, অডিও জুকবক্স “বনলতা সেন” এবং মিউজিক ভিডিও “আবার আসিব ফিরে” “মিউজিক অব বেঙ্গল” এর ব্যানারে প্রকাশিত হয়েছে। এই এ্যালবামের মোড়ক উন্মোচন এবং প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৪শে অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের বাংলা বিভাগে। এই মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করবে কলাসঙ্গম, রাজশাহী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোস্তফা তারিকুল ইসলাম, সভাপতি, কলাসঙ্গম, রাজশাহী এবং ডা. অসিত রায়, সাধারণ সম্পাদক, কলাসঙ্গম, রাজশাহী।
উক্ত অনুষ্ঠানে মুখবন্ধ বক্তৃতা প্রদান করবেন জনাব সফিকুন্নবী সামাদী, সঙ্গীত পরিবেশন করবেন: শিল্পী কামাল আহমেদ, সঙ্গীতালোচনায়: এস এম সেলিম আখতার, অসিত রায় এবং সমাপনী বক্তৃতা প্রদান করবেন ডা. মামুন হুসাইন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব মোস্তফা তারিকুল ইসলাম, সভাপতি, কলাসঙ্গম, রাজশাহী।
“মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে।
এই এ্যালবামটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”।
“বনলতা সেন”এ্যালবামে শিল্পী কামাল আহমেদের ১০ (দশ)টি গান রয়েছে। গানগুলোর গীতিকার: জীবনানন্দ দাশ। কবিতার গানগুলো হলো :
০১. কবিতা: বনলতা সেন
প্রথম লাইন: হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি,
সুরকার: এস এম সেলিম আখতার,
সঙ্গীত পরিচালক: এস এম সেলিম আখতার
০২. কবিতা: হায় চিল
প্রথম লাইন: হায় চিল, সোনালী ডানার চিল,
সুরকার: এস এম সেলিম আখতার,
সঙ্গীত পরিচালক: ইবনে রাজন
০৩. কবিতা: কুড়ি বছর পর
প্রথম লাইন: আবার বছর কুড়ি পরে,
সুরকার: এস এম সেলিম আখতার,
সঙ্গীত পরিচালক: ইবনে রাজন
০৪. কবিতা: আবার আসিব ফিরে
প্রথম লাইন: আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে,
সুরকার: এস এম সেলিম আখতার,
সঙ্গীত পরিচালক: ইবনে রাজন
০৫. কবিতা: তোমরা যেখানে সাধ চলে যাও
প্রথম লাইন: তোমরা যেখানে সাধ চলে যাও,
সুরকার : এস এম সেলিম আখতার,
সঙ্গীত পরিচালক: ইবনে রাজন
০৬. কবিতা: কোথাও দেখিনি, আহা, এমন বিজন ঘাস
প্রথম লাইন: কোথাও দেখিনি, আহা, এমন বিজন ঘাস,
সুরকার: এস এম সেলিম আখতার,
সঙ্গীত পরিচালক: ইবনে রাজন
০৭. কবিতা: আমি যদি হতাম
প্রথম লাইন: আমি যদি হতাম বনহংস,
সুরকার: এস এম সেলিম আখতার,
সঙ্গীত পরিচালক: ইবনে রাজন
০৮. কবিতা: এই পৃথিবীতে এক স্থান আছে
প্রথম লাইন: এই পৃথিবীতে এক স্থান আছে,
সুরকার: এস এম সেলিম আখতার,
সঙ্গীত পরিচালক: ইবনে রাজন
০৯. কবিতা: শঙ্খমালা
প্রথম লাইন: কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে,
সুরকার: এস এম সেলিম আখতার,
সঙ্গীত পরিচালক: ইবনে রাজন
১০. কবিতা: আকাশলীনা
প্রথম লাইন: সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
সুরকার : এস এম সেলিম আখতার,
সঙ্গীত পরিচালক: মোঃ রেজওয়ানুল হুদা খন্দকার
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ৩১টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। এ্যালবামগুলো হলো :
০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) (২০০৭)
০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) (২০০৮)
০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯)
০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) (২০১০)
০৫. নিঃশব্দ চরনে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) (২০১১)
০৬. গোধূলি ( হারানো দিনের গান) অ ঞৎরনঁঃব ঃড় করংযড়ৎব কঁসধৎ (২০১২)
০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) (২০১৩)
০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০১৪)
০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) (২০১৫)
১০. অধরা (আধুনিক গান) (২০১৬)
১১. গানের তরী ( তিন কবির গান) (২০১৬)
১২. বালুকা বেলায় অ ঞৎরনঁঃব ঃড় ঐবসধহঃড় গঁশযবৎলবব (২০১৬)
১৩. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬)
১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬)
১৫. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান) (২০১৯)
১৬. নীল সমুদ্র (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২০)
১৭. মহাকাব্যের কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) ভারত (২০১৬), বাংলাদেশ (২০২০)
১৮. মহাকবি (বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি) (২০২০)
১৯. প্রথম প্রেম (রবীন্দ্রসঙ্গীত) (২০২১)
২০. তোমার অসীমে (রবীন্দ্রসঙ্গীত) (২০২১)
২১. রাজনীতির কবি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান) (২০২১)
২২. স্মৃতির শহরে (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২২)
২৩. তোমায় গান শোনাব (রবীন্দ্রসঙ্গীত) (২০২২)
২৪. শ্রাবণঘনগহন মোহে (রবীন্দ্রসঙ্গীত) (২০২২)
২৫. জন্মভ‚মি (দেশাত্মবোধক গান) (২০২২)
২৬. তুমি সন্ধ্যার মেঘমালা (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩)
২৭. দেশের মাটি (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩)
২৮. বিশ্বভরা প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩)
২৯. স্বরলিপি (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২৪)
৩০. স্বর্ণালী গোধূলি (দ্বৈতকন্ঠে আধুনিক গান) (২০২৪)
৩১. বনলতা সেন (কবি জীবনানন্দ দাশ’র কবিতার গান) (২০২৪)।
প্রামাণ্যচিত্র : শিল্পী কামাল আহমেদ পরিচালিত ১ (এক)টি প্রামাণ্যচিত্র হলো :
০১. “ধ্বনির অগ্রপথিক” (বাংলাদেশ বেতারের প্রামাণ্যচিত্র)
এছাড়াও শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন:
০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)
০২. বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড (২০১৫)
০৩. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ^বিদ্যালয়, ভারত (২০১৭)
০৪. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)
০৫. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)
০৬. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)
০৭. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)
০৮. আকাশ মিডিয়া ভুবন সম্মাননা (২০২২)
০৯. “বঙ্গবন্ধু সম্মাননা” (২০২৩)
১০. “ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড (২০২৩)
১১. “দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড” (২০২৩) (ঢাকা বিশ্ববিদ্যালয়)
সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়–ক সবার মনে ও মননে।