দূরের বন্ধু অ্যালবাম ২৫শে আগষ্ট, ২০২৪ রবিবার, সন্ধ্যা ৭টায় মিউজিক অফ বেঙ্গল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
কামাল আহমেদের কণ্ঠে ‘দূরের বন্ধু – Durero Bondhu’ এই নামে নতুন একটি অ্যালবাম প্রকাশিত করেছে মিউজিক অব বেঙ্গল৷ রবি ঠাকুরের প্রিয় সব গানসমূহ নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
কামাল আহমেদ বলেন, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে সবসময় চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো ভালো গান নিয়ে আসার জন্যে। সেই ধারাবাহিকতায় আজ ও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম নিয়ে। অ্যালবামের গানগুলো শুনুন এবং সবার সাথে ছড়িয়ে দিন।
কামাল আহমেদের কণ্ঠে উপভোগ করুন ‘দূরের বন্ধু’ অ্যালবামের ১০টি বাংলা গান৷
কামাল আহমেদের কণ্ঠে নতুন অ্যালবাম দূরের বন্ধু
১. নিশি না পোহাতে
২. ছায়া ঘনাইছে বনে বনে
৩. আমার সুরে লাগে তোমার হাসি
৪. কাছে ছিলে দূরে গেলে
৫. দূরের বন্ধু সুরের দুতীরে পাঠালো
৬. ধরা দিয়েছি গো
৭. নিদ্রাহারা রাতের এ গান
৮. যদি জানতেম আমার কিসের ব্যথা
৯. আমার জীবনপাত্র উচ্ছলিয়া
১০. ভরা থাক স্মৃতিসুধায়
Details Of Durero Bondhu Album:
Album : Durero Bondhu | দূরের বন্ধু
Singer : Kamal Ahmed
Lyrics : Rabindranath Thakur
Tune : Rabindranath Thakur
Label : Music Of Bengal